জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, ১১ এপ্রিল ২০২৩,
সংবাদ দাতা– কৃষ্ণা সরকার: ১০ এপ্রিল — পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সিপিআই (এম) বর্ধমান সদর ১ নং এরিয়া কমিটির বন্ডুল১ অঞ্চলের বন্ডুল গ্রামে, ক্ষেতিয়ার নতুনগ্রামে, রায়ান ১অঞ্চলের দুর্গাডাঙ্গা গ্রামে ও রায়ান ২ অঞ্চলের সাঁপাড় গ্রামে নির্বাচনী কর্মী সভা হলো।

শিক্ষা ক্ষেত্রে বেহাল অবস্থা শিক্ষক ও সরকারি কর্মীদের সম্পর্কে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে কাটোয়া শহরে এ,বি,টি,এ ‘র পক্ষ থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শক এর কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো।

সি,আই,টি,ইউ বর্ধমান শহর ১ এরিয়া সমন্বয় কমিটি, আক্রান্ত ত্রিপুরা:- ভোট পরবর্তীকালে, ত্রিপুরায়,বাড়ি, ঘর ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত মানুষের প্রতি সংহতি জানিয়ে অর্থ সংগ্রহ কর্মসূচি পালিত হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।