চিন্তন নিউজ:১১/০৪/২০২৩:- সুদীপ্ত সরকারঃ-ভারতের কমিউনিস্ট পার্টি(মা:) জাঙ্গীপাড়া অঞ্চল নির্বাচন কমিটির ডাকে আজ বিকাল ৫টায় জগন্নাথপুর থেকে মিছিল শুরু করে খলিসানি ঘুরে দক্ষিণ শ্রীরামপুর কালিতলায় শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন তপন রায়, মানস চ্যাটার্জী, প্রভাত ঘোষাল, অরিজিৎ বাগ। সভাপতিত্ব করেন গণেশ পাল।
সৌরভ গাঙ্গুলিঃ–আজ ১১ই এপ্রিল কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে তারকেশ্বরের মোহনবাটী গ্রামে কৃষক সভার পতাকা উত্তোলন ।
সোমনাথ ঘোষঃ-সি পি আই (এম) চন্ডীতলা ডাকে সাম্প্রদায়িক তৃণমূল ও বিজেপি দাঙ্গা সৃষ্টির বিরুদ্ধে ও পঞ্চায়েত থেকে চোর তাড়াও মেহনতী মানুষের পঞ্চায়েত ফিরিয়ে আনার জন্য আগামী ১৩ ই এপ্রিল জঙ্গলপাড়ায় জনসভা হবে। প্রধান বক্তা কম মহঃ সেলিম, দেবব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব । সেই জনসভার সমর্থনে শিয়াখালা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল । পথসভায় বক্তব্য রাখেন সোমনাথ শুভদ্বীপ রায় । উপস্থিত ছিলেন রঘুনাথ ঘোষ, কমরেড পুষ্প পাত্র সহ অন্যান্য নেতৃত্ব ।