জেলা

হুগলি জেলার টুকিটাকি সংবাদ::


চিন্তন নিউজ:২২শে এপ্রিল:– জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির দপ্তরে (বিপ্লবী ফণীন্দ্র ভবন, হিন্দমোটর) ২২ এপ্রিল, ২০২১ সকালে কমরেড লেনিনের ১৫১ তম জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লেনিনের ছবিতে মাল্যদান করা হয় এবং উপস্থিত পার্টি কর্মীরা ফুল দিয়ে লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন পার্টির হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য, এরিয়া কমিটির সদস্য রজত ব্যানার্জী, তনয় দাশগুপ্ত, তরুণ চক্রবর্তী, কাজল রায়, দেবাশীষ নন্দী, যুব নেতা সুপ্রিয় মজুমদার, মৌমিতা নন্দী, ছাত্র নেত্রী রিমি পাল, প্রবীণ পার্টি সদস্য রবিকুমার পাল, এছাড়াও উপস্থিত ছিলেন দীপক দত্ত ও অনুপম গুহ প্রমুখেরা।।।।

অরিত্র শীল:-কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন গতকাল,আজ সন্ধ্যায় প্রকাশ্য স্বরন সভা ব্যান্ডেল চার্চের মোড়ে।বহু মানুষের উপস্থিতি সভাটিকে সফল করলো।সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সুদীপ্ত চক্রবর্তী।সমবেত কণ্ঠে “আগুনের পরশমনি ” গানটি গাওয়া হয়।কিছু সময় নিরবতা পালনের পর আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট কবি শ্রী দেবাশিস রায়,শ্রী গোপাল চাকি,শ্রী কিশোর চক্রবর্তী।শেষে সঙ্গীত পরিবেশন করেন পৃথা মুখার্জি ।উদ্দোক্তা- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক।।

জয়দেব ঘোষ– আবার মৃত্যু—- ডাঃ পরেশ নাথ ঘোষের প্রয়ানে হুগলি জেলার জনগন শোকস্তব্ধ,কোভিড-১৯ এর সাথে এই অসম লড়াই এ আরেকজন চিকিৎসককে হারাতে হলো।।

হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের কম্পিউটার বিভাগের কর্মী অরিজিৎ ব্যানার্জী কোভিড আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ।।ইনি ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।