জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:- ১২/০৪/২০২৩:- সোমনাথ করঃ-সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির, হুগলি জেলা কমিটির উদ্যোগে আজ চুঁচুড়া স্টেশন চত্বরে গণ অর্থ সংগ্রহ করা হয়। জেলা কমিটি সহ এলাকার অনেক মহিলা কমরেড ও উপস্থিত ছিলেন।প্রায় ৭০ জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।মাইক সহযোগে কালেকশন হয়। বক্তব্য রাখেন দিপ্তী চ্যাটাজী শিবানী দাশগুপ্ত, সুচন্দা দত্ত,ইরা ব্যানাজী, চন্দ্রানী পাল,কেয়া গোস্মামী,মঞ্জু গুহ,ওআরতী ব্যানার্জি সভা পরিচালনা করেন সভানেত্রী অর্চনা মন্ডল।

শুভেন্দু নন্দীঃ-আজ ১২ ই জুলাই কমিটির ডাকে সাত দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে। আরামবাগ নেতাজি স্কয়ারে।

মহাশ্বেতা বিশ্বাসঃ-আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে হুগলি জেলার ধনিয়াখালির মান্দড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চোর তৃণমূলের পঞ্চায়েতের লুটের বিরুদ্ধে আজ লাল ঝান্ডার দীপ্ত মিছিল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।