জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, সংবাদ দাতা-কৃষ্ণা সরকার, ৯ই মার্চ,
সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ১ও২নং এরিয়া কমিটির ডাকে আন্তর্জাতিক নারী দিবসের দাবী সমুহ নিয়ে বীরহাটা ,পার্বতীর মাঠ থেকে এক মিছিল অনুষ্ঠিত হয়ে কার্জন গেটে।

ত্রিপুরার সাধারণ মানুষের উপর,আরএসএস, বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সিপিআই (এম) ১ও২ এরিয়া কমিটির মিছিলের সাথে যুক্ত হয়। মিছিলটি রাজবাড়িতে শেষ হয়।

সি আই টি ইউ কালনা ১ কমিটির পক্ষ থেকে দিল্লিতে এক সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন শ্রমিক নেতা সুকান্ত কোনার, কৃষক নেতৃত্ব সুকুল সিকদার, জেলার শ্রমিক নেতা অরুণাভ চক্রবর্তী। পরিচালনা করেন আলিম শেখ।

আজ সি পি আই (এম ) গুসকরা পূর্ব এরিয়া কমিটির ডাকে এক সভার উদ্যোগ নেওয়া হয় এবং ত্রিপুরায় নির্বাচন শেষে পার্টি কর্মীদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।