জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- সুজাতা বিশ্বাসঃ-আজ ২৩ সেপ্টেম্বর, বিশ্ব জলবায়ু ধর্মঘট। এই দিনটিকে ঘিরে ” পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ” রাজ্যের বিভিন্ন স্কুল- কলেজে টিফিনের সময় মানববন্ধন কর্মসূচি পালন করে।পুরো রাজ্যের পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন স্কুলে- কলেজেও এই দিনটি যথাযথ ভাবে পালিত হয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যৎ পৃথিবীর যা যা ক্ষতি হবে তার ওপর বিশদভাবে আলোচনা করেন বিজ্ঞান কর্মীরা।এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে ছাত্র ছাত্রীদের দিয়ে শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে এক সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করা হয়। সুন্দর পৃথিবীকে রক্ষা করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ভীষন প্রাসঙ্গিক।

সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়া থানা গণসংগঠনসমূহের সমণ্বয় কমিটির উদ্যোগে
ক) ১০০ দিনের কাজ চালু ও বকেয়া মজুরী প্রদানের দাবীতে
খ) সব গরীব মানুষকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আওতাভুক্ত করতে হবে।
গ) প্রধানমন্ত্রী আবাস যোজনায় সব গরীব মানুষের বাড়ী নির্মাণ করতে হবে।
ঘ) সব গরীব মানুষের ডিজিটাল রেশন কার্ড চালু করতে হবে।
ঙ) সব বাড়িতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ স্হানীয় দাবীগুলি নিয়ে
আজ জাঙ্গীপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হল।
জাঙ্গীপাড়া পার্টি কার্য্যালয় অমল সিংহরায় ভবন থেকে বিশাল মিছিল গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত হয়। কমরেড গণেশ পালের নেতৃত্বে মানস চ্যাটার্জী, বিমল মাঝি, গুঞ্জরা মালিক, হানু হাজারী প্রধান মহাশয়ের কাছে দাবী সমূহ নিয়ে আলোচনা ও স্মারকলিপি প্রদান করেন। আলোচনা চলাকালীন সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কমরেড ফারুক আহমেদ লস্কর, সুদীপ্ত সরকার, পবিত্র সিংহরায়, কাশীনাথ হাজরা। সভাপতিত্ব করেন কমরেড বিরাজ সিংহরায়। ডেপুটেশন শেষে প্রতিনিধিদলের পক্ষ থেকে কমরেড মানস চ্যাটার্জী আলোচনার বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করেন।

সোমনাথ ঘোষঃ-১৯৭০ সালে ঘাতক বাহিনীর হাতে নিহত শহীদ কমরেড স্নেহেন্দু বিকাশ দাসের ৫৩ তম শহীদ দিবস উদযাপন উপলক্ষে স্নেহেন্দু বিকাশ দাস স্মৃতি রক্ষা কমিটি – চন্ডীতলা পুর্বতন জোনাল কমিটির উদ্যোগে শহীদ স্মরণ ও রক্তদান কর্মসূচি বাকসা সুকান্ত ভবনে অনুষ্ঠিত হল। শহীদ বেদিতে মাল্যদান মাল্যদান করেন কম দেবব্রত ঘোষ, কম শান্তশ্রী চ্যাটার্জি, কম ভক্তরাম পান ও কম জগন্নাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব । রক্তদান শিবিরের উদ্বোধন করেন কম দেবব্রত ঘোষ।
উপস্থিত ছিলেন কম সুজাতা বিশ্বাস, কম রঘুনাথ ঘোষ, কম সোমনাথ ঘোষ, অশোক নিয়োগী কম সঞ্জয় ঘোষ, কম অপূর্ব পাল, কম রজতাভ রায় কম আশীষ চ্যাটার্জিসহ অন্যান্য নেতৃত্ব । শহীদ কমরেড স্নেহেন্দু বিকাশ দাসের ৫৩ তম শহীদ দিবসে স্নেহেন্দু বিকাশ দাস স্মৃতিরক্ষা কমিটি চন্ডীতলার উদ্যোগে জঙ্গলপাড়া হাই স্কুলে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, পার্টির জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ । সভাপতিত্ব করেন কমরেড ভক্তরাম পান ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।