জেলা রাজ্য

একে লকডাউনে অনাহার, তারপর সাইক্লোনে গৃহহারা অসহায় মানুষ


জয়শ্রী দেব নন্দী: চিন্তন নিউজ:২২শে মে:- বিধ্বংসী আমফান লকডাউনের বিধিনিষেধের পরোয়া না করে মৃত্যু আর অপরিসীম ক্ষতির পরোয়ানা নিয়ে হাজির আমাদের দোরগোড়ায়। কর্মহীন মানুষগুলো এমনিতেই মূমুর্ষু অবস্থান কোনোরকমে দিনাতিপাত করছিলেন তার মধ্যেই বিভীষিকাময় সুপার সাইক্লোন হয়তো কেড়ে নিয়েছে মাথার ওপরের ছাদটুকুও।

বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস এখানে। রমজান মাসের উপবাস পালনের সঙ্গে পবিত্র ঈদ উৎসবের প্রস্তুতি তুঙ্গে থাকে এই সময়। এই বছর শুধুমাত্র নিয়মফামিক আচার আচরণ চলছে লকডাউনের বিধিনিষেধ মেনেই। হতদরিদ্র পরিবারগুলো জানে না উপবাস শেষে কী খাবে! আজ এইড‌ওয়া(AIDWA) গোবরা এন্টালি ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে মহিলাদের মধ্যে শিশুদের দুধ বিস্কুট সহ নিত্যপ্রয়োজনীয় আরও কিছু জিনিস তুলে দেওয়া হল। আগামী দিনেও এই প্রচেষ্টা চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ মহিলা সমিতির কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।