শ্রীমন্ত মুখার্জি: চিন্তন নিউজ: ২২শে মে:-নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-এর দুবরাজপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আজ ২২শে মে,দুবরাজপুর আর,বি,এস,ডি উচ্চ বিদ্যালয় থেকে সকাল ৯টা-১১টা পর্যন্ত করোনা উদ্ভুত পরিস্থিতিতে পৌর এলাকার শতাধিক দু:স্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ত্রাণ হিসাবে তুলে দেওয়া হলো।
শতবর্ষের আলোকে উদ্ভাসিত সমিতি সমাজের প্রান্তিক অংশের মানুষের দুর্বিসহ জীবন যন্ত্রনার দিনে সম্মানীয় শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দানে পুষ্ট তহবিলের অর্থ সরাসরি ওই মানুষগুলোর স্বার্থে ব্যয় করতে পেরে নিজেদের ধন্য মনে করছে। সমিতির এই কর্মসূচী আগামীদিনেও অব্যহত থাকবে।