জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলা নিউজ


চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:-ক্যানিং :- রিপোর্টার – বিভাস সাহা:- আজ ২৮ সেপ্টেম্বর ক্যানিং এ স্বজন উদ্যোগে এলাকার বিভিন্ন জায়গায় স্যানিটিজেড করা হয়। স্বজন একটি বামপন্থী ছাত্র যুব পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা। আজকে বীর শহিদ ভগৎ সিংহ জন্মদিন এর স্মৃতিতে এই কর্মসূচি নেওয়া হয়। ক্যানিং মহিলা থানা, হাসপাতাল ও সরকারি অফিস ও বাজার সংলগ্ন জায়গায় স্বেছাসেবকরা স্যানিটারি মেশিনের মাধ্যমে স্প্রে করে। যা এই অতিমারীর সময় সবথেকে বিজ্ঞানসমত্ব করোনা প্রতিরোধক। এলাকার ছাত্র যুবদের এই কাজ কে সাধারণ প্রশংসা করেন।

ডায়মন্ড হারবার: রিপোর্টার – সন্যাসী হালদার:- আজ ২৮ সেপ্টেম্বর শহীদ ভগৎ সিংহ জন্মদিন উপলক্ষে সরিষা ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই অঞ্চল কমিটির পক্ষ থেকে ডায়মন্ড হারবার মূল সড়ক ও ফলতা সড়ক এর সংযোগ স্থলে বীর শহীদের জন্মদিবস পালন করা হয় l অনুষ্ঠানে বহু ছাত্র যুব কর্মী ও নেতৃত্ব ভগৎ সিংহ এর মূর্তি তে মাল্য দান করে শ্রদ্ধা জানান। বীর শাহিদের বিপ্লবী জীবন ও সমাজতান্ত্রিক মতাদর্শর কথা বক্ত্যবের মধ্যে তুলে ধরা হয় উল্লেখ্য বীর শহীদের শ্বেতপাথর মূর্তিটি ছাত্র যুবদের উদ্যেগে প্রতিষ্ঠিত হয় এবং রাজ্যের শাসক তৃণমূল এর দ্বারা বার বার আক্রান্ত হয় । এলাকার মানুষ ও বামপন্থী দের প্রতিরোধে মুর্তি টি যথা জায়গায় প্রতিষ্ঠিত আছে।

জয়নগর:- রিপোর্টার – রমা চক্রবর্তী l
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে জয়নগর ও সংলগ্ন বিভিন্ন স্থানে সর্বভারতীয় মহিলা আন্দোলনের নেত্রী ও সিপিআই(এম) পলিটব্যুরো র অন্যতম সদস্য বৃন্দা কারাট এর নাম দিল্লি হিংসা মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার কর্মসূচি পালন করা হয় । বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী র কুশপুত্তলিকা পড়ানো হয়।
উল্লেখ্য গত ফেব্রুয়ারী দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা এন‌আরসি ও সিএএ বিরোধী আন্দোলন কে দমন করার জন্য সংগঠিত ভাবে নারকীয় আক্রমণ চালানো হয়। এতে সরকারি ভাবে ৫৩ মৃত্যু কথা স্বীকার করা হয় l কেন্দ্রীয় সরকার তদন্তের নামে বিভিন্ন সমাজ কর্মী ও বামপন্থী নেতৃত্ব দের নাম এ অভিযোগ পত্র দায়ের করে l সরকারে আসল উদেশ্য আন্দোলন লড়াই কে দমন করা তাই এই ফ্যাসিস্ট কায়দায় শেষ চার্জশীট এ বৃন্দা কারাট সমেত অন্ন্যানো সমাজ কর্মী ও আইনজীবী র নাম ঢোকানো হয় l
এর প্রতিবাদে এইড‌ওয়া র পক্ষ থেকে সারা ভারত বিক্ষোভ ও প্রতিরোধ দিবস পালন করার ডাক দেওয়া হয় l জয়নাগের এদিনের কর্মসূচূতিতে বহু মহিলা কর্মী উপস্থিত থেকে বিক্ষোভ দেখান l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।