সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৩/০৯/২০২২:– হুগলি চুঁচুড়া বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পড়ুয়া দের যেতে হয় ভাগাড় পেরিয়ে । যত্রতত্র ছড়ানো নোংরা আবর্জনা । তার মধ্যে চলছে কচিকাঁচাদের পড়াশোনা বা মিড ডে মিলের খাওয়া দাওয়া । পচা দূর্গন্ধে যেখানে টেকা দায় সেখানেই চলছে শিশুদের প্রাথমিক শিক্ষা। বিদ্যালয় এর সামনে আবর্জনার স্তূপ ।এক পশলা বৃষ্টি হলেই জলের সাথে নোংরা স্তুপ পেরিয়ে রাস্তায় নেমে আসে । তার মধ্যে শিশু শিক্ষার্থী রা লাইন দিয়ে বসে খায় ।
বিদ্যালয় এর এহেন পরিস্থিতিতে অভিভাবক থেকে অঞ্চলের মানুষের ক্ষোভের সীমা নেই । অভিভাবকদের অভিযোগ এই পরিস্থিতি র জন্য মাঝেমাঝেই বাচ্চা রা ভয়ানক অসুস্থ হয়ে পড়ছে । স্কুলে যেতে চায় না বাচ্চা রা আর গেলেও ওই নোংরা জায়গায় বসে খেতেই চায় না । সকলের অভিযোগ স্থানীয় প্রশাসন এর কাছে অবস্থা র কথা জানিয়ে কোন লাভ হয়নি বা পরিস্থিতি র কোন উন্নতি হয়নি । ঐ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা মুখোপাধ্যায় ক্ষোভের কথা জানিয়ে বলেছেন যে ঐ স্কুলের ছাত্র ছাত্রী র সংখ্যা প্রায় সাড়ে তিন শো । স্কুলে র সামনে একটা জলাজমি আছে । ঐ জলাজমি টা আগাছায় ভর্তি । সাপখোপের ভয় তো আছেই তার সাথে মাঝেমাঝেই চুরি হয় । প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে রে জলাজমি টা ভরাট করে দিলে বাচ্চাদের খেলার একটা জায়গা হয় কিন্তু কোন সাড়া মেলেনি প্রশাসনের কাছ থেকে । বিদ্যালয় এর এই অবস্থা র জন্য অনেক ছাত্র ছাত্রী স্কুল ছেড়ে দিচ্ছে । স্কুলে শিক্ষক শিক্ষিকা র সংখ্যা বারো জন । প্রত্যেকে এই পরিস্থিতির জন্য বিরক্ত ।
স্থানীয় বিধায়ক তৃনমূল কংগ্রেস এর অসিত মজুমদার জানিয়েছেন যে ঐ স্কুলের জমিটা রেলের— এই বলে দায় ঝেড়েছেন । হুগলি র জেলাশাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছেন যে স্কুলের সামনে আবর্জনার স্তূপ আছে বলে খবর পেয়েছেন । এই অসাস্থ্যকর পরিবেশে বিদ্যালয়ের পঠনপাঠন মোটেও উচিত নয় , তিনি বিষয় টি নিয়ে আলোচনা করবেন ।