জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:০৯/০৩/২০২৩:- দেবারতি বাসুলীঃ-ধর্মঘটের সমর্থনে দাবী ব্যাজ ধারণ করে আজ এবিপিটিএ, এবিটিএ যৌথ উদ্যোগে প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে প্রচার করা হলো। বিকেলে মশাট বাজার, বিডিও অফিস, এস আই অফিস, বি এল আর অফিসে মিছিল করা হয়েছে। মিছিল শেষে মশাট বাজার সভা অনুষ্ঠিত হয় । প্রতিটি কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সুদীপ্ত সরকারঃ-৪দফা দাবির ভিত্তিতে আগামী ১০ই মার্চ ধর্মঘটের সমর্থনে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জাঙ্গীপাড়া জোনাল কমিটির উদ্যোগে আজ ইউকো ব্যাঙ্কের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন তপন রায়, পলাশ কোঙার, অরিন্দম মুখার্জী, অষ্টম মালিক। সভাপতিত্ব করেন প্রভাত ঘোষাল।

দীনেশ ঘোড়ুইঃ-আলু চাষি ও আলু চাষ বাঁচাও— সরকার কে ৩২৫ টাকা বস্তা নয় নুন‍্যতম ৫০০ টাকা বস্তা দরে আলু কিনতে হবে অথাৎ ৬৫০টাকা কুইন্ট‍্যাল নয় ১০০০ টাকা কুইন্ট‍্যাল দরে সরকারকে আলু কিনতে এই দাবিতে তারকেশ্বর ব্লকের মোহনবাটিতে বিক্ষোভ প্রদর্শন করে কেশবচক অঞ্চল কৃষকসভা।

কাকলী চন্দাঃ-আজকে আন্তর্জাতিক নারী দিবসে বৈদ‍্যবাটী আঞ্চলিক কমিটি র উদ্বেগে 14,17,16,18নং ওয়ার্ডে পতাকা উত্তোলন করা হল।

স্বপ্না দাসঃ-গতকাল সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির কানাইপুর গ্রাম ও নবগ্রাম আঞ্চলিক কমিটির আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত হলো


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।