জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর



চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৫ জুলাই, ২০২২ – ৪ জুলাই — ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বর্ধমান শহর-১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে বর্ধমানের নাগরিকদের সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে বর্ধমান পৌরসভা অভিযান সংগঠিত হলো। বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি মিছিল বর্ধমান পৌরসভার অভিমুখে রওনা হয় দুপুর ২ টোয়। সভায় সভাপতিত্ব করেন বর্ধমান শহর ২ এরিয়া কমিটির সম্পাদক তরুণ রায়। ঠিক বেলা চারটের সময় বর্ধমান পৌরসভার প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যান অতনু হুই, দীপঙ্কর দে, কাজল রায়, অঞ্জন বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য নেতা আভাস রায়চৌধুরী, পার্টির জেলা সম্পাদকমণ্ডলী সদস্য তাপস সরকা্র, বর্ধমান শহর-১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম এবং ডেপুটেশনের প্রতিনিধিদের পক্ষে অতনু হুই। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জি।

৪ জুলাই বুদবুদ অভিনন্দন লজে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গলসি ১ নম্বর আঞ্চলিক কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।সভানেত্রী শুক্লা ভট্টাচার্য পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু করেন ।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জয়শ্রী বিষ্ণু।শুক্লা ভট্টাচার্য ,প্রতিমা চাটার্জীকে নিয়ে সভানেত্রীমণ্ডলী গঠিত হয়।সম্মেলন উদ্বোধন করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা জয়শ্রী চ্যাটার্জী । সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সম্পাদিকা জয়শ্রী বিষ্ণু।রিপোর্টের উপর আলোচনা করেন সাতটি অঞ্চল থেকে। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলার সভানেত্রী মনিমালা দাস এবং উপস্থিত ছিলেন গলসি ২ নম্বর আঞ্চলিক কমিটির সভানেত্রী কাজী জবুন্নেসা ।২০ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। সম্পাদিকা নির্বাচিত হন জয়শ্রী বিষ্ণু, সভানেত্রী নির্বাচিত হন শুক্লা ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন দিপালী পাকড়ে ।

৫ জুলাই, আজ গুসকরা পশ্চিম এরিয়া কমিটি এলাকার দিগনগর ২নং অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অফিসে সিপিআই (এম)-এর নেতৃত্বে ১০০দিনের কাজের দাবিতে, প্রকৃত দুঃস্থ পরিবারকে আবাস যোজনার ঘর দেওয়ার দাবীতে, রাস্তা ঘাট মেরামতের দাবিতে, সকল প্রকল্পের কাজের হিসাব উপভোক্তাদের দেওয়ার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।বক্তব্য রাখেন সুশান্ত ঘোষ, সুমঙ্গল বাস্কে, গৌতম রায়, পার্টির জেলা কমিটির সদস্য সুরেন হেমরম, কমরেড আলমগীর মণ্ডল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।