জয়া দত্ত: চিন্তন নিউজ:৩ রা জুলাই:- সিআইটিইউ অজয় ইস্ট এরিয়া কমিটির উদ্যোগে কুনুস্তোরিয়া মোড়ে ৯ দফা দাবি নিয়ে সারা দেশ ব্যাপি প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো । প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ বংশ গোপাল চৌধুরী। সিআইটিইউ নেতা মনোজ দত্ত, কিশোর ঘটক, বিধায়ক জাহানারা খান, খেতমজুর ইউনিয়নের কমঃ সুকুমার সাঙ্গুই, কৃষকসভার কাজল বাউরি। সভাপতিত্ব করেন কুন্তল চ্যাটার্জ্জী। জমায়েতে ৩০০ জন উপস্থিতি ছিলেন।
অপরদিকে মিলি বাগলচিন্তন কে জানান ৩/৭/২৹২৹(সকাল)-কয়লা খনিতে কাজে কোনো শ্রমিক যায় নি, সব ফাঁকা…কমার্শিয়াল কয়লা মাইনিং এর বিরুদ্ধে চলছে ঐক্য বদ্ধ শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলন ।