রাজ্য

অবস্থান শুরুর আগেই গ্রেফতার


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৩রা জুলাই:–কলকাতা, ৩ জুলাই, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্পভিত্তিক ফেডারেশনসমূহের ডাকে আজ সারা দেশজুড়ে প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসাবে কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ গ্রহণ করা হয় কলকাতার রাণী রাসমণি এভিনিউ -এ। কিন্তু কর্মসূচি শুরুর আগেই গ্রেফতার করা হলো নেতৃত্বসহ মোট আটান্নজনকে। সি আই টি ইউ নেতৃত্বের মধ্যে ছিলেন দীপক দাশগুপ্ত, অনাদি সাহু, দেবাঞ্জন চক্রবর্তী, সুমহান চক্রবর্তী, আই এন টি ইউ সি রাজ্য সভাপতি কামরুজ্জাান কামার, ইউ টি ইউ সি নেতা অশোক ঘোষ, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র সহ অন্যান্য নেতৃত্ব, গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

প্রতিবাদ কর্মসূচি হলো কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে অথচ কলকাতা পুলিশ এই রকম কেন্দ্রীয় কর্মসূচিতে বারেবারে কর্মীদের গ্রেফতার করছে। এটাই কি বিজেপি- তৃণমূলের গোপন আঁতাত?

রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বেসরকারিকরণ, শ্রম আইন স্থগিত ও সংশোধন, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশের সাথে এ রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।