চিন্তন নিউজ:- ৮ই অক্টোবর:- বারুইপুর পশ্চিম থেকে সুচরিতা বসু জানাচ্ছেন, আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বারুইপুর পশ্চিম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বারুইপুরের সূর্যপুর হাটে হাথরাস নারী নির্যাতন কান্ড’ র প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়।
উত্তর প্রদেশে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতন ও নৃশংস হত্যার প্রতিবাদে দেশের মহিলা ছাত্র যুব সংগঠনগুলি প্রতিবাদ মিছিল সভা ও বিক্ষোভ অবস্থান সংগঠিত করে। এদিনের সভায় দেশ ব্যাপী আন্দোলনকে সংহতি জানানো হয়। মহিলা আন্দোলনের নেতৃস্থানীয়রা দেশের ও রাজ্যের বেড়ে চলা জাতি বিদ্বেষ এর ফলে মহিলাদের প্রতি অপরাধের তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন।