জেলা

কোচবিহার জেলার কিছু কথা


সন্দীপন ঘোষ, চিন্তন নিউজ, ৯ অক্টোবর: প্রতিবাদে উত্তাল কোচবিহার জেলার জিরানপুর। সকালে যে যার মতো নিজের কাজে যাবার আগে শ্রমিক-কৃষক মেহনতী মানুষ লাল ঝান্ডা কাঁধে নেমেছিল রাস্তায়। কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে এবং উত্তরপ্রদেশ সহ আমাদের রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে আজ সিপিআই(এম )পার্টির ডাকে প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন সিপিআই(এম ) কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহানন্দ সাহা, সর্বভারতীয় কৃষক সভার ব্লক সম্পাদক কমরেড শিবেন দেব, সভাপতি আবুল হোসেন, সিআইটিউ জেলা নেতৃত্ব জলিল আহমেদ, গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা নেতৃত্ব তন্ময় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও তিন মাস অন্তর অন্তর বিদ্যুতের বিলের পরিবর্তে প্রতি মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল দেবার দাবিতে আজ সিপিআইএম কোচবিহার সদর মহকুমার পক্ষ থেকে সংগঠিত হলো কোচবিহার জেলা বিদ্যুৎ দপ্তর অভিযান। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক কমরেড অনন্ত রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড তারিনী রায়, কমরেড সফিজ আহমেদ, কমরেড মহানন্দ সাহা, কমরেড অমিত দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।