জেলা

উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে মার্কসীয় প্রগতিশীল বুকস্টল


চিন্তন নিউজ:১১ই অক্টোবর:– সংবাদদাতা অমলেন্দু মহাপাত্র:– সেই নন্দীগ্রাম-১সিপিআইএম নন্দীগ্রাম বাজারে মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমঃ পরিতোষ পট্টনায়েক, উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমঃ সেক সহিদুল্লাহ,এরিয়া কমিটির সম্পাদক কমঃ মহাদেব ভূঞ্যা,বিশিষ্ট শিক্ষক তারাশঙ্কর মিশ্র,দেবেশ ভূঞ্যা,ইব্দুল হোসেন,জুলফিকার আলি,জিয়াউর রহমান সহ অন্যান্য নেতৃত্ব—

অপরদিকে সি,পি,আই (এম)দেশপ্রাণ এরিয়া কমিটি ব্যবস্থাপনায় মুকুন্দপুর বাজারে শারদীয়া বুক স্টষ্টলের উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ও জেলা কমিটির সদস্য সঞ্জিত দাস, পৃথ্বীরাজ শীট, মানিক গারু, তাপস মিশ্র, সুতনু মাইতি, গৌতম প্রধান সহ প্রমূখ একটু নেতৃত্বগন।

সুশান্ত বিশ্বাস জানাচ্ছেন–সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে হাইরোড চৌ মাথায় পার্টি অফিসের সামনে মার্কসীয় বুক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পার্টির জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস। উপস্থিত ছিলেন কমরেড মানবেশ চৌধুরী, এরিয়া কমিটির সম্পাদক কমরেড অচিন্ত্য চক্রবর্তী, কমরেড পার্থ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

দেবু রায় জানিয়েছেন– শুরু হলো যাদবপুর পূর্ব আঞ্চলিক কমিটির অন্তর্গত পালবাজার অঞ্চলে .মার্কসীয় বুকস্টল। আজকের এই স্টলে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট কৃষক আন্দোলনের নেতা সঞ্জয় পুততুন্ডু।

সংবাদ দাতা:- মধুমিতা রায় জানালেন–
আজ আসানসোল ১ নং এরিয়া কমিটির অন্তর্গত শ্রীপল্লী শাখার শারদীয়া বই এর বিপণী স্টল প্রগতি বুক স্টল উদ্বোধন করা হলো চেলিডাঙা হাইস্কুলের সন্নিকটে। মার্কসীয় বই এর সাথে সাথে শিশু ও মহিলাদের জন্যও বই রাখা হয়েছে। সুস্থ সমাজ ও সংস্কৃতি মনস্ক বই নিয়ে আমরা অনেক প্রতিকূলতার মধ্যেও এই বুক স্টল করতে সক্ষম হয়েছি। বুক স্টল উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পার্থ মুখার্জী। উপস্থিত ছিলেন জেলা কমিটির কমরেড সত্য চ্যাটার্জী সহ এলাকার স্থানীয় নেতৃত্ব ও সাধারণ জনগণ। এই বুক স্টলকে ঘিরে কর্মী সংগঠকদের মধ্যে রয়েছে আবেগের মিশেল।

দক্ষিণ চব্বিশ পরগনা — প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির মূলত পার্টি কর্মীদের উদ‍্যোগে শারদ উৎসবের দিনগুলিতে প্রগতিশীল ও মার্কসীয় সাহিত্যের সম্ভার নিয়ে এরিয়া কমিটির চারটি স্থানে অস্থায়ীভাবে পুস্তক বিক্রয় কেন্দ্র খোলা হয়।

আজ সন্ধ্যায় বোড়াল বেলতলায় একটি প্রগতিশীল ও মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কমল গাঙ্গুলী। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এছাড়া আজ সন্ধ্যায় গড়িয়ায় (শীতলা মন্দিরের কাছে) অস্থায়ী পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা কমিটির সদস্য কমরেড কানাই দেব। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অরিন্দম মুখার্জী, আশীষ শীল ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ।
কামালগাজী পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড সিরাজ খান। উপস্থিত ছিলেন পার্টির জেলা সদস্য প্রবীর দাস ও এরিয়া কমিটির অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

গতকাল কালিবাজার পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন পার্টির জেলা সদস‍্যা কমরেড মোনালিসা সিনহা। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড প্রবীর দাস, এরিয়া কমিটির সদস্য কমঃ গৌতম দত্ত সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।