জেলা

কলকাতার খবর


চিন্তন নিউজ- কাকলি চ্যাটার্জি—-সরকারে না থাকলেও দরকারে আছেন বামপন্থীরাই—-আজ সকালে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত নেতাজী নগর কলোনীর মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে আবারও বামপন্থীরাই। উপস্থিত ছিলেন কনীনিকা ঘোষ, রূপা বাগচী মানব মুখার্জী, রাজীব মজুমদার।সেভ ডেমোক্রেসি ফোরাম-এর পক্ষে ছিলেন দিপালী ভট্টাচার্য।

ছাত্র-যুবরা পথে শাসক তুমি হুঁশিয়ার— ১১ফেব্রুয়ারির বামপন্থী ছাত্র-যুবদের ডাকে নবান্ন অভিযানের প্রচারে দেওয়াল লিখন ক‍রা হল ১০০ নং ওয়ার্ডের বৈষ্ণবঘাটায়।

সিপিআই(এম) কসবা৩ এরিয়া কমিটির উদ্যোগে শহীদ কমরেড গুরুপদ বাগচীর স্মরণে আজ এক জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এছাড়া বক্তব্য রাখেন মহিলা নেত্রী দীপু দাস, তারক দাস, নেপাল সাহা প্রমুখ নেতৃত্ব।

অনীশ চক্রবর্তী জানিয়েছেন- ১ম ভারতের ছাত্র ফেডারেশন ৯৫ ওয়ার্ড টেরিটরিয়াল ইউনিট সম্মেলন হল আজ। নবগঠিত ইউনিটের প্রেসিডেন্ট কমরেড শাশ্বতী দত্ত রায় ও সম্পাদক কমরেড সায়ন ধর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।