সীমা বিশ্বাস,অসম: চিন্তন নিউজ- ৫ জুলাই : রবিবার সোনাই পূর্বাঞ্চলের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনে যায় সিপিআই(এম) এর এক প্রতিনিধি দল। ছিলেন রেজামন্দ আলী বড়ভূইয়া, মৃনাল নাথ,বক্তার হোসেন বড়লস্কর, আনসারুল হক মইনূল হক প্রমুখ।
অপরদিকে অসমের বরাক উপত্যকায় ভয়াবহ বন্যায় বিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য তুলে দিচ্ছেন ডিওয়াই এফ আইর কর্মী রা। সরকারী সাহায্য যথেষ্ট কম থাকায় কষ্টের মধ্যে মানুষকে 8 দিন যাপন করতে হচ্ছে।
১ লা জুলাই’২২সি পি আই (এম) করিমগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে জাতকাপন- বরকতপুর ও চরগোল – ঘোড়ামারা জিপিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
নওগাঁ জেলায় মহিলা সমিতির জেলা কমিটির উদ্যোগে বন্যার্তদের যথাযথ খাদ্যসামগ্ৰী যোগান দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করা হয়।