চিন্তন ওয়েব ডেস্ক, চৈতালি নন্দী, শ্রীনগর,২৩ শে ফেব্রুয়ারি:নিরাপত্তার কারনে পিছিয়ে দিতে হোলো জম্মু কাশ্মীরের পঞ্চায়েত ভোট।।
এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে , কেন্দ্রীয় সরকারের তরফে যতোই এই বার্তা দেবার চেষ্টা করা হোক উত্তেজনার আঁচ রয়েছে সর্বত্র।বোঝানোর চেষ্টা করা হচ্ছে নিষেধাজ্ঞা সম্পূর্ণ উঠে গেছে।কিন্তু জম্মু কাশ্মীরের আম জনতা উপলব্ধি করছে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অনেক দেরী।চাপা আতঙ্কের পরিবেশ টের পাওয়া যাচ্ছে সরকারি আশ্বাস সত্বেও।এই অবস্থায় নিরাপত্তা জনিত কারন বশতঃ পিছিয়ে দিতে হোলো পঞ্চায়েত নির্বাচন।
এখনো জেলে অথবা গৃহবন্দী রয়েছে ছোট বড় অসংখ্য বিরোধী নেতা।নেট পরিষেবা স্বাভাবিক নয়।পর্যটন শিল্পের অবস্থা শোচনীয়, যা এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প।আগের বছরের তুলনায় পর্যটক কমেছে ২৬ লক্ষ।
আগামী ৫ই মার্চ থেকে জম্মু কাশ্মীরে পঞ্চায়েত ভোট শুরু হবার কথা ছিল।আসন সংখ্যা ছিল ১২৫০০।মুখ্য নির্বাচন কমিশনার শৈলেন্দ্র কুমার জানান নিরাপত্তা জনিত কারনে তা তিন সপ্তাহের জন্যে স্থগিত করা হোল।স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে যে খবর মিলেছে তার ভিত্তিতেই ভোট পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দলের অধিকাংশ নেতা জেলে থাকলেও ভোট বয়কট না করে তাতে অংশ নেবার কথা ঘোষণা করেছিল ‘ন্যাশনাল কনফারেন্স’।
