জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭/২/২৪ – গত ৬ ফেব্রুয়ারি বংশীবদন সাহা, প্রাক্তন পৌরকর্মী ও পার্টি সদস্য দীর্ঘ রোগভোগের পর সন্ধ্যায় কাটোয়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন পার্টির রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক, পার্টির কাটোয়া শহর এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার।

৬ ফেব্রুয়ারি গলসী ১-নং এরিয়া কমিটির আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হল বুদবুদ বাইপাসের ধারে একটি হলে। সাধারণ সভার বিষয় ছিল “আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দায়িত্ব ও কর্তব্য”। বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য সেখ সাইদুল হক। সভায় নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের কাজগুলি ব্যাখ্যা করেন সভার সভাপতি এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষ। সভায় কমল সরকার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল, বিজেপির কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী নীতি ব্যাখ্যা করেন সাইদুল হক। বিগত নির্বাচনে তৃণমূল -বিজেপির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার জন্য এখন ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করছে উভয় দলই-একথা বলেন সাইদুল হক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।