জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৪শে নভেম্বর: প্রয়াত হলেন সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য কৃষকনেতা সৈয়দ বদরুদ্দোজা, সকলের প্রিয় বাদল দা৷ তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। গত ২২ নভেম্বর রাত্রি দশটায় গুসকরায় নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। ফুসফুসে সংক্রমণজনিত অসুখে তিনি ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তাঁর স্ত্রী, কন্যা ও দুই পুত্র বর্তমান৷

সৈয়দ বদরুদ্দোজা ছিলেন মঙ্গলকোটের কৃষক আন্দোলনের অগ্রণী সেনানী৷ বামপন্থী রাজনীতিতে তাঁর হাতেখড়ি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে৷ ১৯৭৩ সালে নবম শ্রেণিতে পাঠরত সৈয়দ বদরুদ্দোজা বিপিএসএফের একজন সক্রিয় কর্মী হয়ে ওঠেন৷ গুসকরা কলেজে পাঠরত অবস্থায় ছাত্র আন্দোলনের নেতৃত্বে উঠে আসেন, নির্বাচিত ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ মঙ্গলকোট এলাকার কৃষক আন্দোলনের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করেন৷

১৯৭৮ সালে কমরেড সৈয়দ বদরুদ্দোজা সি পি আই(এম) সদস্যপদ অর্জন করেন। ১৯৮৮ সালে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন৷ দুটি পর্যায়ে তিনি অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন৷ কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট নিয়ে গঠিত অবিভক্ত কাটোয়া জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি পরবর্তীকালে কেতুগ্রাম ও মঙ্গলকোট নিয়ে অজয় ভাগীরথী জোনাল তৈরি হলে তার সদস্য নির্বাচিত হন তিনি। সারা ভারত কৃষক সভা মঙ্গলকোট এরিয়া কমিটির সম্পাদক ছিলেন তিনি শিক্ষক ছিলেন গলিগ্রাম হাই স্কুলে।

সৈয়দ বদরুদ্দোজার জীবনাবসানে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।এদিন তাঁর মরদেহ কাশেমনগরে সিপিআই(এম) কার্যালয়ে আনা হলে অসংখ্য মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন৷ সৈয়দ বদরুদ্দোজাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, পার্টির মঙ্গলকোট এরিয়া সম্পাদক দুর্যোধন সর। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধনা মল্লিক, তাপস সরকার, সৈয়দ হোসেন, তমাল মাঝি, আলমগীর শেখ, প্রবীর গাঙ্গুলি প্রমুখ সি পি আই(এম) নেতৃত্ব। সৈয়দ বদরুদ্দোজার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করেছেন প্রাদেশিক কৃষকসভার সম্পাদক অমল হালদার, সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, পার্টির মঙ্গলকোট এরিয়া সম্পাদক দুর্যোধন সর৷

২৬ নভেম্বর সারা ভারতসাধারণ ধর্মঘটের সমর্থনে রায়না, মঙ্গলকোট ব্লক কৃষক কমিটির ও খেতমজুর কমিটির উদ্যোগে, মাঝিগ্রাম অঞ্চল, ভাল্যগ্রাম অঞ্চল, শিমুলিয়া ২ অঞ্চল, মঙ্গলকোট অঞ্চলের নতুনহাটে গাড়িতে মাইক সহযোগে প্রচার আন্দোলন সংগঠিত হয়।

মাঝিগ্রাম বাস স্ট্যান্ড, নতুনহাট পিরতলা পথ সভা হয়।পথসভায় বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কৃষক কমিটির সহ সভাপতি দুর্যোধন সর। প্রচার গাড়িতে ছিলেন দূর্যোধন সর, শাহজাহান চৌধুরী, আজফার হোসেন, বিপদতারণ নন্দী, বৃন্দাবন ঘোষ, মিরাজ আলম। বর্ধমান সদর ১ এর চান্ডুল মোড়েও সভা হয়।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহ এবং গণ সংগঠনসমূহের ডাকে আগামী ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ বর্ধমান শহরে আয়োজিত হয় মহামিছিল। উপস্থিত ছিলেন সংগঠনগুলির কেন্দ্রীয়-রাজ্য ও জেলা নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।