সানুয়ারা বেগম: চিন্তন নিউজ:১৫ই মে:— বীরভূম জেলায় বর্ষার ধানের খুব লাভ হয়না। অতিরিক্ত বৃষ্টি হলে নীচু জায়গা গুলো জলে ডুবে ফসল নষ্ট হয়। তাই বোরো ধান চাষে কৃষকরা আগ্রহী । সারাবছরের সব খরচ এই ধান থেকে পায়। এ বছর ধানের মরসুম ভালো ছিল ।ফসল ও খুব ভালো হয়েছে ।তাই আশায় ছিলেন কৃষকরা । কিন্তু বাদ সাধলো বৃষ্টি। পাকা ধান ঘরে তোলার সময় পর পর দু/তিন দিন বৃষ্টি কৃষককে হতাশ করলো ।সব পাকা ধান বৃষ্টির মধ্যে ঘরে তোলার সুযোগ পাইনি ।
মুরারই ২ নম্বর ব্লকের কামাল পুর ,বসন্ত পুর, নন্দীগ্রামের কিছু অংশ, আমডোল ও পাইকরের কিছু অংশ বেশ ক্ষতি হয়েছে । দু’/এক দিনের মধ্যে রোদ না উঠলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা।এখন পর্যন্ত মারাত্নক ক্ষতি হয়নি। তবে কৃষি দফতর ও এ ব্যাপারে লক্ষ্য রাখছেন ।