দেশ

ইলোরা বিজ্ঞান মঞ্চ


আসামের সংবাদ দাতা সীমা বিশ্বাস-১৫মে,২১,চিন্তিত নিউজ:ইলোরা রায়চৌধুরী—–চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধন তথা মানব কল্যাণের জন্য মরণোত্তর চক্ষুদান দেহদান করা অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম মহিলা।
জন্ম- ১লা এপ্রিল ১৯৬৯
মৃত্যু – ১৫মে ২০০৩

ইলোরা রায় চৌধুরীর মৃত্যু আসামে এক নূতন আন্দোলনের সুচনা করে । এই মহীয়সী নারীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ‘ইলোরা বিজ্ঞান মঞ্চ’ নামের সেচ্ছাসেবী সংগঠন (১৫মে,২০০৪)।
আসামে মানব কল্যাণের জন্য মরণোত্তর অঙ্গদান, নেত্রদান এবং চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য দেহদানের মহান কর্মযজ্ঞ আরম্ভ হলো।

সর্বপরি রাজ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে বৈজ্ঞানিক মানসিকতা প্রসারের এক অগ্ৰণী অনুষ্ঠানে পরিণত হলো ‘ইলোরা বিজ্ঞান মঞ্চ’।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।