চিন্তন নিউজ, শ্যামল চ্যাটার্জি, ২৪ নভেম্বর: আগামী ২৬ নভেম্বর ২০, বৃহস্পতিবার সাত দফা দাবীর ভিত্তিতে আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বামফ্রন্টের জনসভা ছিল। মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক কমরেড সূর্যকান্ত মিশ্র। এছাড়াও উপস্থিত ছিলেন এস এফ আই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা কমরেড দীপ্সিতা ধর। এই সভায় বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই-এর পক্ষ থেকে শ্রীজীব গোস্বামী, গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কমরেড কনিনীকা ঘোষ, সি পি আই (এম)-এর পক্ষ থেকে কমরেড শ্রীকুমার মুখার্জী, ফরোওয়ার্ড ব্লকের পক্ষ থেকে কমরেড হাফিজ সাইরানি।
শ্রেয়া পাই: আগামী ২৬শে নভেম্বর, ২০২০ সাধারণ ধর্মঘটের সমর্থনে কাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে ধর্মতলা থেকে হেদুয়া পর্যন্ত যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল তা কার্যত মহামিছিলের রূপ নিয়েছিল। গতকাল পরশু রাত থেকেই ধর্মঘটের সমর্থনে বিধান সরনী জুড়ে অর্থাৎ যে রাজপথে গতকাল লেলিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত মহামিছিল এসেছিল সেখানে SFI-এর কমরেডরা সারারাত জেগে সমস্ত দাবিগুলিকে বার্তাস্বরূপ লিখেছিলেন। কেন্দ্র ও রাজ্যের নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে, নয়া কৃষি আইন বাতিলের দাবী, শ্রমিক বিরোধী শ্রম আইন রুখতে, বেকারদের কর্মসংস্থানের দাবি ও ব্যাঙ্ক-বীমা, রেল-কয়লা, প্রতিরক্ষা, বিদ্যুৎ-বন্দর সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে এবং সমস্ত অত্যাবশ্যকীয় পণ্য আইনের জনবিরোধী সংশোধনের প্রতিবাদে সারা রাজ্যজুড়ে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রস্তুতি স্বরূপ ক্রমাগত যে মিটিং, মিছিল জনসভা চলেছে তাকেই সাফল্যের দিকে আরো একটি বড় ধাপ এগিয়েছে গতকালকের এই মিছিল ও অসংখ্য মানুষের তাতে পায়ে পা মেলানো আর স্লোগানে গলা মেলানোর মধ্যে দিয়ে। তার সাথেই আজকের ভোর রাতে প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে কলকাতার জনবহুল রাজাবাজার অঞ্চল ও মানিকতলা মোড়ে রাজপথে ধর্মঘটের দাবিগুলিকে কলকাতা এস এফ আই-এর কমরেডরা লিখেছেন।
গৌতম প্রামাণিক: আজ শিয়ালদহে মহাত্মা গান্ধী রোড ও মণীন্দ্র মিত্র রোগ (ডিমের আড়ত) সংযোগ স্থলে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট- এর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা সংঘটিত হয় ধর্মঘটের সমর্থনে যে সমস্ত ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনের শহর অঞ্চলের বেশিরভাগ সংগঠনকে নিয়ে আজ উল্লেখযোগ্য এই পথসভা অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হয়। বামফ্রন্টের শরিকদের ট্রেড ইউনিয়নের আঞ্চলিক নেতৃত্ব, গণসংগঠন ও উল্লেখযোগ্য ভাবে কংগ্রেস কর্মীদের সভায় অংশগ্রহণ, তাদের ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। আজকের সভায় সভাপতিত্ব করেন এইডওয়ার অঞ্চলের নেত্রী কমরেড কাকলী চ্যাটার্জী, অত্যন্ত সময়োপযোগী বক্তব্যের মধ্য দিয়ে সভার সূচনা করেন, এবং প্রত্যেক বক্তাকে যথাযথ সম্মান দিয়ে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানান। অংশগ্রহণকারী প্রতিটি সংগঠনের পক্ষে তাদের নেতৃত্ব ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন। সর্বশেষ বক্তা ডিওয়াইএফ আই- রাজ্য নেতা কমরেড বিকাশ ঝা, হিন্দি বক্তা হলেও অত্যন্ত ঝাঁঝালো বক্তৃতা করেন।
এই প্রথম ঐ অঞ্চলে এতোগুলো সংগঠন নিয়ে, বিশেষ করে কংগ্রেস ট্রেড ইউনিয়ন হলেও স্থানিয় কংগ্রেস কর্মীদের সাথে এই সভা অঞ্চলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা তৈরি হলো। আগামী দিনে আরও বৃহত্তম যৌথ কর্মসূচি সংগঠিত করতে সকলের কাছে উৎসাহব্যঞ্জক।
কাকলি চ্যাটার্জি: প্রয়াত সন্মানিত বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির পরিবার অনুষ্ঠিত করলো প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ অনুষ্ঠান। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, পুত্র সৌগত চট্টোপাধ্যায় এবং কন্যা পৌলমী। বিকালে পরিবারের সঙ্গে দেখা করেন মহম্মদ সেলিম, বিমান বসু, সূর্য্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে এস এস সি, এস এল এস টি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নোটিফিকেশন সহ পরীক্ষা ও নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান ছিল ওয়েস্টবেঙ্গল এস এল এস টি এসোসিয়েশন ও ওয়েস্টবেঙ্গল টীচার্স জব এসোসিয়েশনের ডাকে। উপস্থিত ছিলেন নেতৃত্ব ইন্দ্রজিৎ ঘোষ।
ক্যালক্যাটা ইলেক্ট্রিক সাপ্লাই ওয়ার্কমেন্স ইউনিয়ন ( সিটু), বিজলি মজদুর ইউনিয়ন ( আই এন টি ইউ সি), মজদুর সমিতি (এ আই টি ইউ সি)র যৌথ আহ্বানে ভিক্টোরিয়া হাউসের সামনে, ২৬ শে নভেম্বর সারাভারত ধর্মঘটের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হল।
২৬ শে নভেম্বরের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ এসোসিয়েশনের এর আহ্বানে প্রচার সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ নভেম্বরের সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিআই(এম) রাসবিহারী-২ এরিয়া কমিটির সভা হয় কে পি রায় লেন অঞ্চলে। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির নেতা কমরেড কলতান দাশগুপ্ত ও যুব নেতা সোমনাথ ঝা।
সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষ আজ জোটবদ্ধ অধিকার ছিনিয়ে নিতে, হকের পাওনা আদায় করতে বদ্ধপরিকর অকুতোভয় শ্রমিকশ্রেণী। ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে জোড়াসাঁকো-৩ এরিয়া পণ্য পরিবহন শ্রমিকরা সভা ও মিছিল করেন আজ।