চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৫শে নভেম্বর: কেন্দ্রীয় সরকারের কৃষক মারা নয়া কৃষি নীতি, শ্রমিক মারা নয়া শ্রম নীতি, পয়সা দিয়ে কিনতে হবে শিক্ষা এই নয়া শিক্ষা নীতি, আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন পরিবর্তনের নামে মানুষের উপর চাপ সৃষ্টির বিরুদ্ধে আগামী কাল ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার জন্য আজ জেলার বিভিন্ন জায়গায় পথসভা, মিছিল করা হয়। গুসকরা শহরে মিছিল পরিক্রমা করলো। মিছিলে নেতৃত্ব দিলেন কমরেড আলমগীর মন্ডল। এছাড়া গলসী বাজার, মঙ্গলকোটের নিগন চটিতে, কালনা ১ এর ধাত্রীগ্রামে, মেমোরি ১ পশ্চিমে, কেতুগ্রাম, ভাতারের ছাতনী বাস স্ট্যান্ডে, মন্তেশ্বরের বাঘাসনে, কাটোয়ার সুদপুরেও ধর্মঘটের সমর্থনে কর্মসূচি পালিত হয়।
২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বর্ধমান শহর-১ এরিয়া কমিটির বিধান পল্লী এলাকায় পথসভা হল আজ। সভায় সভাপতি ছিলেন প্রবীণ পার্টি নেতা গৌতম সরকার। বক্তব্য রাখলেন এরিয়া কমিটির অনত্যম সদস্য দেবদুলাল ঠাকুর এবং অতনু হুই। খোসবাগান এলাকাতেও মিছিল ও পথসভা হয়, বক্তব্য রাখেন সিটুর অন্যতম নেতৃত্ব তুষার মজুমদার এবং কৌশিক ব্যানার্জী।