চিন্তন নিউজ:১৩ই সেপ্টেম্বর:- ক্যানিং :- রিপোর্টার- বিভাষ সাহা :- কেন্দ্রের বিজেপি-আরএসএস ফ্যাসিস্ট সরকার এর নিয়ন্ত্রনাধীন দিল্লি পুলিশ গত ফেব্রুয়ারী মাসে দিল্লির বুকে যে নারকীয় হিংসা সংগঠিত হয় তার সাজানো মামলায় সাপ্লিমেন্টারি চার্জশীট দেয়। দেখা যায় যে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সহ অর্থনীতিবিদ জয়তি ঘোষ, যোগেন্দ্র যাদব, অধ্যাপক অপূর্বনান্দ এবং চিত্র পরিচালক রাহুল রায় এর বিরুদ্ধে দাঙ্গার উস্কানির অভিযোগ আনে দিল্লি পুলিশ l গত কাল রাজ্য সিপিআই (এম) সম্পাদক সূর্য মিশ্র এক প্রেস বিবৃতি জারি করে এর প্রতিবাদ করে কর্মী সমর্থক ও সাধারণকে এই ফ্যাসিস্ট আক্রমণ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করার আহবান জানান। আজ ১৩ সেপ্টেম্বর ক্যানিং সিপিআই(এম) এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় । মিছিলে অনেকে উপস্থিত থেকে এই আক্রমণের ধিক্কার জানান। ক্যানিং এলাকার বিভিন্ন স্থানে মিছিল যায় l উপস্থিত থেকে নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা কমিটির সদস্য ও ক্যানিং এরিয়া কমিটির সম্পাদক তাপস অধিকারী l
যাদবপুর:- রিপোর্টার- দেবু রায় :- দিল্লি পুলিশ বিজেপির নির্দেশে বহু রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলেছে। সর্বশেষ যে চার্জশিট তারা আদালতে জমা দিয়েছে তাতে পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরীকেও দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে ষড়যন্ত্রের মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সন্ধ্যায় সিপিআই(এম), যাদবপুর পূর্ব এরিয়া কমিটির ডাকে সন্তোষপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
মগরাহাট :- রিপোর্টার- দেবরাজ মন্ডল :- আজ মগরাহাট ২ নং পঞ্চায়েত সমিতির মুল্টি পঞ্চায়েতের ডেপুটেশান অনুষ্ঠিত হয় lবক্তব্য রাখেন মগরাহাট এরিয়া কমিটির সম্পাদক শুভেন্দু নস্কর । কমরেড মহিত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক বাঁশরী মোহন কাঞ্জি মগরাহাট (২)। এখন তৃণমূল কর্মীরাও আর নিরাপদ নয় তাঁদের দলের মধ্যে, তাই বাঁচবার জন্য তারা লাল ঝান্ডাকে হাতিয়ার করলোl মুল্টি পঞ্চায়েতের তৃনমূল থেকে সি পি আই এম এর পতাকা তুলে নিলো ২৫ জন।
বারুইপুর পশ্চিম :- রিপোর্টার – সুচরিতা বসু :- দিল্লি পুলিশ বিজেপির নির্দেশে বহু রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলেছে। সর্বশেষ যে চার্জশিট তারা আদালতে জমা দিয়েছে তাতে পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরীকেও দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে ষড়যন্ত্রের মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সন্ধ্যায় সিপিআই(এম), বারুইপুর পশ্চিমএরিয়া কমিটির ডাকে বারুইপুর পশ্চিম সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।
ডায়মন্ড হারবার :-রিপোর্টার – সন্যাসী হালদার :-
দিল্লি পুলিশ বিজেপির নির্দেশে বহু রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট শিক্ষাবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চলেছে। সর্বশেষ যে চার্জশিট তারা আদালতে জমা দিয়েছে তাতে পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরীকেও দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে ষড়যন্ত্রের মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সন্ধ্যায় সিপিআই(এম),ডায়মন্ড হারবার এরিয়া কমিটির ডাকে ডায়মন্ড হারবার ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো।