চিন্তন নিউজ, ২৫ নভেম্বর, জয়দেব ঘোষ, পান্ডুয়া: ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে ABPTA খানাকুল জোনাল কমিটির উদ্যোগ আজ চক্রপুরে পথসভা অনুষ্ঠিত হল। পথসভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ABPTA জোনাল সভাপতি কমরেড সুজিত মুখার্জী। এই পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জোনাল সম্পাদক কমরেড স্বপন মন্ডল। সংগঠনের সদস্য কম: নীলরতন দোলুই, কম: নীহার চক্রবর্তী, কম: কিরণময় নন্দী।
ABTA এর পক্ষ থেকে কম: রঘুনাথ মাইতি ও প্রাক্তন শিক্ষক নেতা ও প্রাক্তন বিধায়ক কম: বংশী বদন মৈত্র বক্তব্য রাখেন। শিক্ষায় বেসরকারিকরন, নয়া জাতীয় শিক্ষা নীতির ফলে গরীব মধ্যবিত্ত মানুষদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে না ও শিক্ষাকে কিভাবে পণ্যে পরিণত করা হচ্ছে তার ব্যখ্যা করে বক্তারা। পাশাপাশি সর্বনাশা শ্রম আইন বাতিল, নয়া কৃষি আইনের কুফল বিস্তারিত ব্যাখ্যা করেন। ধর্মঘটের ৭ দফা দাবি বিস্তারিত ব্যাখ্যা করে এলাকার সর্বস্তরের মানুষকে আগামী ২৬ তারিখের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানায় শিক্ষক সংগঠন। সভায় এলাকার মানুষ ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।
ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্কসবাদী) হুগলী জেলা কমিটির সদস্য, হুগলী জেলা কৃষক সভার প্রাক্তন সদস্য, হুগলী জেলা খেতমজুর ইউনিয়নের কোষাধ্যক্ষ কমরেড আব্দুল হালিম সরকার আজ আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন।হুগলী জেলা কৃষক সভা তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করছে। শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
স্বৈরাচারী সরকারের বিভিন্ন জনবিরোধী বিলের বিরুদ্ধে আগামীকালের বনধকে সফল করতে CPIM পশ্চিম শ্রীরামপুর এলাকার দিল্লি রোড জুড়ে কারখানাগুলোতে শেষ বেলায় জোড় কদমে প্রচার করল। নিজেদের দাবি সম্বলিত লিফলেট বিলি করল জনসাধারণের মধ্যে।
কুন্তল ব্যনার্জী, বাঁশবেড়িয়া: ২৬ নভেম্বর দেশ ব্যাপী সাধারন ধর্মঘটের সমর্থনে যৌথ মিছিল করে CITU ও INTUC ,টিসু, চন্দ্রাহাটি। কোভিডের ছুতোয় ১২ কোটি মানুষ কাজ হারিয়েছেন। গরীব মানুষের আয় কমেছে। অথচ ধনীদের সম্পদ কয়েক গুন বেড়েছে। আগামী কালের ধর্মঘটে সবাইকে সামিল হতে অনুরোধ করা হয়।
সুপর্না রায়, হুগলি: আগামীকালের বন্ধ ঘিরে নৈহাটিতে লাল ঝান্ডার প্রতি মানুষের আস্থা ও ভরসা দেখা গেল। এরকমই একজন গৌর বাবু, নৈহাটিতে বাড়ি। স্কুল ব্যাগ, বাচ্চাদের ব্যাগ নিয়ে কিছু দোকানে বিক্রি করে। ধর্মঘটের কথা উঠতেই গৌরদা বললেন, “হবে না মানে! লাল ঝান্ডার এখন জয় জয়াকার। কালকে বনধ হবেই।”
সোমনাথ ঘোষ, শ্রীরামপুর: ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ আরামবাগ শহরে বিশাল মিছিল সংগঠিত হল। অন্যদিকে ধর্মঘটের সমর্থনে আজ বলরামবাটি এলাকায় টোটো করে প্রচার করল বাম কর্মীরা।