জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৮ই জুলাই : আজ বিকেলে কাটোয়া থানার গড়াগাছা মোড়ে শহিদ কমরেড সনৎ মণ্ডলের ৩১তম শহিদ দিবস শ্রদ্ধার সাথে পালিত হলো। সি পি আই (এম) কাটোয়া ২ এরিয়া কমিটি আয়োজিত এই শহিদ-স্মরণ সভায় সমবেত হন বহু মানুষ৷ প্রবল বৃষ্টিতে সভার কাজ বিঘ্নিত হলেও শহিদ কমরেড সনৎ মণ্ডলের প্রতিকৃতিতে মালা দিয়ে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার শপথ নেন সমবেতজন।

১৯৯১ সালে আজকের দিনে অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশানের লেভেল ক্রসিংএ দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন সি পি আই(এম) কাটোয়া জোনাল কমিটির সদস্য, বর্ধমান জেলা কৃষক আন্দোলনের অন্যতম অগ্রণী নেতৃত্ব, অগ্রদ্বীপ হাই স্কুলের জনপ্রিয় শিক্ষক সনৎ মণ্ডল।

শহিদ বেদিতে মালা দিয়ে শহিদ সনৎ মণ্ডলকে শ্রদ্ধা জানান সি পি আই (এম) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, অঞ্জন চ্যাটার্জি, সুদীপ্ত বাগচি, প্রকাশ সরকার, তপন কোঙার, ঈশ্বর দাস, অনিন্দ্য মণ্ডল প্রমুখ।

সোনালী দত্ত: বৃষ্টি উপেক্ষা করেই কালনায় ছাত্র- যুব ফেডারেশন ও এ আই ডি ডব্লু এ এর উদ্যোগে পেট্রোল ডিজেের দাম বৃদ্ধির প্রতিবাদে ও লোকাল ট্রেন চালুর দাবীতে কালনার তেঁতুল তলা মোড়ে বিক্ষোভ সভা ও কালনা স্টেশনে ডেপুটেশন দেওয়া হল। সভা শেষে বৃষ্টি উপেক্ষা করেই কালনার এস টি কে কে রোড অবরোধ করা হ’ল ও মোদির কুশপুত্তলিকা দাহ করা হ’ল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।