রাজ্য

পুজোর আনন্দ বৃষ্টির অথৈ জলে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৮ সেপ্টেম্বর: সারা রাজ্য বৃষ্টিতে ভাসবে। উৎসবের মরশুমে খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর! ভাসতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির তাণ্ডবলীলায়। রাজ্যে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই বৃষ্টি।

আজ মহালয়া, ৫ দিন বাদে পুজো। আর এরই মধ্যে খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ভাসতে চলেছে উত্তর সহ দক্ষিণবঙ্গ। সোমবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির পরিমাণ বাড়বে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। মালদহ, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। কলকাতা-সহ বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।