দেশ

হরিয়ানার মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখালো বিক্ষোভকারী কৃষকেরা, অবশেষে পিছু হটতে বাধ্য হলো কনভয়


পাপিয়া মজুমদার: চিন্তন নিউজ:২৩শে ডিসেম্বর:- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল কট্টরকে গতকাল কৃষক আন্দোলনের কৃষকদের বিরোধের সামনে পড়তে হলো। মুখ্যমন্ত্রী কট্টর গতকাল অম্বালাতে নগর নিগম এর নির্বাচন প্রচারে গিয়েছিলেন। সেখানে উনার উগ্র স্লোগানের বিপরীতে কৃষাণেরা ক্ষোভে ফেটে পড়ে। বেশ বড় সংখ্যায় আন্দোলনকারী কৃষকরা সে স্থলে জড়ো হয়ে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাতে শুরু করে ও স্লোগান দিতে থাকে। ভীড় এতো বেশি হয়ে গিয়েছিল যে, বিক্ষোভের ফলশ্রুতিতে মুখ্যমন্ত্রীকে সেখান থেকে ইউটার্ন নিতে হয়। কৃষকেরা উনার রাস্তা আটকাতে শুরু করে।

অবশেষে পুলিশি হস্তক্ষেপে পথ ছাড়তে রাজি করা হয় কৃষক দের। বিক্ষোভের মুখে পড়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল কট্টর সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। কৃষকরা জানিয়েছেন যে , তারা তাদের আন্দোলনকে আরো সংহত ও শক্তিশালী করে তুলবে আগামী দিনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।