দেশ শিক্ষা ও স্বাস্থ্য

করোনা ভাইরাস মোকাবিলায় খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ইলেকট্রনিক মাস্ক ‘।


গোপা মুখার্জি: চিন্তন নিউজ:৮ই জুলাই:-/অদৃশ্য ভাইরাসকে খতম করতে যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ পরিশ্রমের পর আবিষ্কার করলেন এক নতুন ফর্মুলা । চুল-চিরুনির ঘর্ষনে তৈরি হয় স্থির তড়িৎ , আর এই তত্ত্বকে কাজে লাগিয়েই গবেষকরা তৈরি করলেন ‘ইলেকট্রনিক মাস্ক ‘। তাঁরা জানিয়েছেন মাস্ক তৈরির মূল উপাদান হ’ল দুটি …..ট্রাইবো ইলেকট্রিক মেটেরিয়াল (কাপড় , সিল্ক ) আর ইলেকট্রোলিউশন লেয়ার বা ইলেকট্রিক্যাল সকেট । ঠিক যেভাবে ইলেকট্রিক ব্যাটের হাতলের সুইচ টিপলে তারে বিদ্যুত প্রবাহ চালিত হয় এবং সেই তারের সংস্পর্শে আসা মাত্রই মশার মৃত্যু ঘটে ।ঠিক সেভাবেই কাজ করবে ইলেকট্রনিক মাস্ক । কথা বলা , শ্বাস প্রশ্বাসের সময় আমাদের যে মেকানিক্যাল এনার্জি নির্গত হয় তার সাহায্যেই মাস্কে উৎপন্ন হবে তড়িৎ ।সেই তড়িৎ সকেটের মধ্যে চার্জিং ইউনিটে জমা হবে এবং ভাইরাস ইউনিটের সংস্পর্শে এলে তড়িতাহত হয়ে মৃত্যু ঘটবে ।

এই কৃতিত্বের দাবীদার হলেন, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক বিপিন টুডু, অধ্যাপক রাজীব বন্দোপাধ্যায় এবং পুরুলিয়ার জে কে কলেজের অধ্যাপক নিত্যানন্দ দাস ও কয়েকজন রিসার্চ স্কলার । বিপিন বাবু জানিয়েছেন, আগামী সপ্তাহে ‘আইসিএমআর ‘ এ মাস্ক পাঠানো হবে করোনার উপর পরীক্ষা করার জন্য ।আমেরিকার কর্ণেল বিশ্ব বিদ্যালয়েও এই মডেলের ধারণাটি পাঠানো হয়েছে বলে তিনি জানান । এই মাস্কের সবচেয়ে সুবিধাজনক দিক হল এটি পুরোপুরি ওয়াটারপ্রুফ এবং দামও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।