জেলা রাজ্য

ছাত্র স্বার্থে একাধিক দাবি নিয়ে এস‌এফ‌আই পূর্ব বর্ধমান জেলার প্রতিবাদ কর্মসূচি


রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ:৮ই জুন:- আজ ৮ ই জুন গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে একাধিক দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল এস‌এফ‌আই.গোটা জেলার সাথে এস‌এফ‌আই রায়না এবং খণ্ডঘোষ লোকাল কমিটি যৌথ ভাবে সগড়াই মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এস‌এফ‌আই পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশ্বরূপ হাজরা।

দাবিগুলি হলো:-

১)সিলেবাস শেষ না করিয়ে পরীক্ষা নেওয়া যাবেনা।

২) দ্রুত আগের পরীক্ষার রেজাল্ট দিতে হবে।

৩) ফিজিক‍্যাল ডিসটেন্স মেনে পঠনপাঠন শুরু করে সমস্ত বিষয়ের অতিরিক্ত ক্লাস নিতে হবে।

৪) এই সংকটকালে সেমিস্টার ফি মকুব করতে হবে।

৫) কলেজে ও বিশ্ববিদ্যালয়ের অনলাইনের ক্লাসগুলি নিয়মিত করতে হবে।

৬) যাদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন পরিষেবা পৌঁছাতে পারল না। তাদের জন্য উপযুক্ত ব‍্যবস্থা গ্রহন করতে হবে।

৭) উচ্চশিক্ষার ক্ষেত্রে সবরকম স্কলারশিপ চালু রাখতে হবে। শিক্ষাখাতে ব‍্যয়বরাদ্দ বাড়াতে হবে।
স্লোগান – ক্লাস নেই, তাই পরীক্ষা নয়।

NoClassNoExam


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।