শিক্ষা ও স্বাস্থ্য

গরমের অসুখ ও প্রতিকার


চিন্তন নিউজ:৯ই জুন,২০১৯:সূপর্ণা রায়:– সুর্য মামা এখন সোজা ব্যাটে খেলছেন।।তার দাপটে পশু পাখি নাজেহাল।।একটু ছায়া পেলে সেখান থেজে নড়ছে না।। মানুষের এক‌ই অবস্থা। বাইরে না বেরলেও পাখার তলাতে বসে দু মিনিট এর মধ্যে ঘেমেনেয়ে উঠছে।।।আর বাইরে বেড়োলে তো আর কথাই নেই মিনিট দু’তিনের মধ্যে ঘামের কারণে স্নান করে যাচ্ছে।। বাংলাতে গ্রীষ্ম বলতে আমরা এটাই বুঝি। এখন যেটা সমস্যা সেটা হল গরমেও ঠান্ডা লাগে।।।কিন্তু এর অর্থ শীত নয়।।গরমে ঠাণ্ডা লাগার কারন হল “”নন পোলিও এন্টেরো”” টাইপ ভাইরাস।।বাংলার এই আবহাওয়া তে এই ভাইরাস অনায়াস এ বেচে থাকে।।।আর মানুষ এর কবলে পড়েন।।গরমে ঠান্ডা লাগার আর একটি নাম. “”সামার কোল্ড”””……… হাচি…. কাশি….মাথাব্যথা…. নাক দিয়ে জল গড়ানো…… গা হাত পা ব্যথা এই রোগের লক্ষন।।তবে ৯৫% লোকের জ্বর থাকে না।। এমন হলে সাধারণত চিকিৎসার দরকার পড়ে না।।সাত দশ দিনের মধ্যে আপনা আপনি সেরে যায়।। জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয়য় ট্যাবলেট নিন।। কিন্তু জ্বর যদি দু’ তিন দিনের বেশী থাকে তবে রক্তপরীক্ষা আবশ্যিক।। তাছাড়া রোগী বেশী পরিমানে জল খাবে।।আর এই অসুখের মূল অসুধ হল বিশ্রাম ।। প্রচুর বিশ্রাম শরীর রোগের সাথে লড়াই করার শক্তি পায়।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।