চিন্তন নিউজ:নিউজ ডেস্ক:৯ই জুন,২০১৯:– বহরমপুরে রেল দুর্ঘটনায় প্রাণ গেল একজনের।রেল গার্ডের গাফিলতির জন্য বহরমপুর শিয়ালদহ রেলপথের রেজিনগরে ট্রেন দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর ,রেজিনগরের ওমরপুরের কাছে ৬নম্বর রেলগেটের ফাটক বন্ধ থাকায় দুই দিকেই পদযাত্রী মানুষ দাঁড়িয়ে ছিলেন।একটি ইঞ্জিন পেরিয়ে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়, এবং দুই দিকের যাত্রীরা চলাচল শুরু করেন।ইতিমধ্যে লালগোলা থেকে শিয়ালদহ গামী একটি ট্রেন চলে আসে।এই হঠাৎ আসা ট্রেনে অনেক মানুষ ধাক্কা খান, গুরুতর আহত হয়েছেন চারজন,তাদের বেলডাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে।একজন ঘটনাস্থলে মারা যান ।তিনি পেশায় ট্রাক্টর চালক । নাম জামিরুল শেষ।দাদপুরের বাসিন্দা। আহত একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
ওখানে উপস্থিত মানুষ কর্মরত গার্ডকে ঘিরে বিক্ষোভ দেখান। দু’ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। সবার মনে রেলের দায়িত্ব নিয়ে প্রশ্ন আপ গাড়ি চলে যাওয়ায় রেলগেট উঠে গেল,সেই সময় বিনা নোটিশে কিভাবে ডাউন ট্রেন ঢুকে পড়ে।