রাজনৈতিক রাজ্য

গর্বের চৌত্রিশ এর প্রতিষ্ঠা ও শপথ গ্রহণ দিবসে


রুদ্র চক্রবর্তী, চিন্তন নিউজ:২১শে জুন:– ১৯৭৭ সালের ২১ শে জুন, এই আজকের দিনে বাংলা সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের ,বাংলায় গঠন হলো প্রথম বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো । বহু মানুষের আত্মবলিদানের মাধ্যমে গঠন হলো মানুষের সরকার। রক্তক্ষয়ী দিনের অবসান ঘটে সাধারণ মানুষের হাত ধরে পথ চলা শুরু হলো বর্ণময় ৩৪বছরের বামসরকার। প্রথম শপথ গ্রহণ থেকেই জানান দেওয়া হলো বামসরকারের পক্ষ থেকে বাংলায় প্রশাসনিক ক্ষমতা চলবে সাধারণ মানুষের হাত ধরে। বামসরকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে থাকলো পরবর্তী ৩৪ বছর।

এই ৩৪ বছরে ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহারারা পেলো তাদের ভূমি, পঞ্চায়েত পেলো ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গরিব প্রান্তিক মানুষের জীবন যাত্রার পরিবর্তন হতে লাগলো বামসরকারের হাত ধরে। কৃষিতে প্রভুত উন্নয়ন হতে শুরু করলো। শিক্ষা,স্বাস্থ্য, কর্মক্ষেত্রর পরিসর বৃদ্ধি হতে শুরু করলো বামসরকারের হাত ধরেই। স্মরণকরা হোক আজকের এই ঐতিহাসিক দিনটিকে সাধারণ মানুষের মধ্যে দিয়ে। গর্বের ৩৪শে সামিল হোক সারা বাংলা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।