চিন্তন নিউজ:১০ জুন,২০১৯: মীরা দাস:– বাংলার কয়েক হাজার শিক্ষক চাকরি খোয়াতে পারেন ! কাঠগোড়ায় শিক্ষানীতি।২০২২ সাল থেকে পার্শ্বশিক্ষক পদ তুলে দেওয়া হবে ,কেন্দ্রীয় খসড়ায় বলা হয়েছে। এই নিয়ে শুরু হয় তরজা, এবং পার্শ্বশিক্ষকদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে এবং তা নিয়ে সংশয়েরও জায়গা তৈরী হয়েছে, ধন্দ্ব তৈরী হয়েছে। ২০২২ সাল থেকে পার্শ্বশিক্ষক পদ তুলে দেওয়া হলে তাদের রুটি রুজি কি ভাবে হবে তা নিয়েই ধোঁয়াশা তৈরী হয়েছে। বর্তমানে প্রায় রাজ্যে ৫০ হাজারের ও বেশি পার্শ্বশিক্ষক কাজ করছেন । বাম আমলেই পার্শ্বশিক্ষক নিয়োগ হয়েছিল। এই আমলে কিছুই হয় নি ।
কেন্দ্রীয় খসড়ায় শিক্ষা নীতিতে পরিষ্কার বলা হয়েছে ,শিক্ষার বাইরে শিক্ষকদের নিয়ে কোন কাজ করা যাবে না। শুধুমাত্র ভোটগ্রহন ছাড়া। মিড ডে মিলের কাজ ,স্বাস্থ সচেতনতা ,পরিবার পরিকল্পনা সংক্রান্ত সমীক্ষার কাজ ,আদম শুমারীর কাজ ,এই সব কাজ এতদিন স্কুলের শিক্ষকদের দিয়েই করানো হোতো । এখন থেকে এই সব কাজ বন্ধ করে বাইরের লোক দিয়ে করানো হবে বলেছে শিক্ষাদপ্তর ।এই ধরনের কাজের জন্য শিক্ষকমহল বেজায় ক্ষুব্ধ ছিল ,এবং প্রতিবাদ ও করেছেন।
এখন দেখার রাজ্য বা কেন্দ্র সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেন।