দেশ

অভিনেতা গিরীশ কারণাড প্রয়াত।


চিন্তন নিউজ:নিউজ ডেস্ক:১০জুন,২০১৯:– আজ সকাল ছ’টায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরীশ কারণাড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর । তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকবার হাসপাতালে ভর্তি‌ও হ’তে হয়েছে তাঁকে। নাটক ছাড়াও মুম্বাইয়ের বিভিন্ন ছবিতে তিনি অভিনয় করেন। অভিনেতা গিরীশ কারণাড -শিল্পী এবং মানুষ হিসেবে বেশ সমাদৃত ছিলেন। “টাইগার জিন্দা হ্যায়” ছবিতে তাঁর ভূমিকা এবং অভিনয় অনবদ্য।

মঞ্চাভিনেতা গিরীশ কারণাড নাটক রচনাও করতেন। তিনি বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন।জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কারনাড ৷ পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান দেওয়া হয় তাঁকে ৷
এহেন শিল্পীকে হারিয়ে দেশের তথা মুম্বাইয়ের শিল্পীজগৎ শোকাতুর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।