দেশ

লালতীর্থ দাহানু


রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৬শে অক্টোবর:–মহারাষ্ট্রের পালঘর জেলার বিধানসভা কেন্দ্র দাহানু। ১৯৭৮ সাল থেকে ৯ বার জয়ী সিপিএম। কেবলমাত্র ২০১৪ বাদে।আগে এই কেন্দ্রের নাম ছিল জহর। বর্তমান নির্বাচনে (২০১৯) সিপিএম প্রার্থী ছিলেন বিনোদ নিকোলে,যিনি সিআইটিউ-নেতা ও রাজ্য কমিটির সদস্য এবং পার্টির সর্বক্ষণের কর্মী।শ্রী নিকোলে।

২০১৮সালের লঙ্ মার্চের অন্যতম সংগঠক ছিলেন। ২০০ কিলোমিটার পথে সেই ৪০০০০ কমরেডের লঙ্ মার্চ তো ভারতে বামপন্থী আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।পালঘরের বামপন্থী ঐতিহ্য দৃষ্টান্তমূলক।১৯৪০ এর দশকে ওরলি আদিবাসী বিদ্রোহের কেন্দ্র এই পালঘর। তৎকালীন কমিউনিস্ট নেতা শ্যামরাও পারুলেকর এবং গোদাবরী পারুলেকর সেই মহান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।

পালঘর জেলার ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টিতেই
বিজেপি-শিবসেনা জোট পরাজিতদের না করে। ৩টিতে জয়ী হয়েছে বহুজন বিকাশ আঘাদি ও ১টি তে এনসিপি।২৬শে অক্টোবর তালসারিতে বিজয় সমাবেশ হবে।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, বর্তমান গেরুয়া হাওয়ায় এই
লাল-বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দাহানুতে বহুজন বিকাশ আঘাদি এবং এনসিপিরসমর্থনে সিপিএমের এই জয় যে বামপন্থী রাজনৈতিক মহলে নির্বাচনী কৌশল নির্ধারণের আলোচনার বিষয়হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।