নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৬ শে অক্টোবর:–আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছিল কয়েকদিন আগে। তার জেরেই বৃষ্টি। কিন্তু সেই ঘূর্ণাবর্ত শক্তি পাকিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাইক্লোনটির নাম ‘কিয়ার’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে মুলতঃ কোঙ্কণ উপকুলে, গোয়া ও কর্ণাটকের উপকুলবর্তী এলাকায়। এছাড়াও প্রভাব পড়বে অসম, মেঘালয় ও ওড়িশায়। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মৌসম ভবন সূত্রে খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরব সাগরে যে ঘুর্ণাবর্ত তৈরী হয়েছে, তা ভারত উপকুলে আছড়ে পড়তে নাও পারে। এটি বর্তমানে মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ২৪০কিমি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামী ১২ঘন্টার মধ্যে এই ঘুর্ণিঝড় ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এর প্রভাবে ভারতীয় উপকুলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনার কথা আশঙ্কা করছেন আবহাওয়াদপ্তর।
কিয়ার’ এর আশঙ্কা থেকে কর্ণাটক সহ ভারতীয় উপকুলবর্তী এলাকায় প্রচুর ত্রাণ সামগ্রীর ব্যবস্থা আগে থেকেই জোগান রাখা হয়েছে।কোষ্ট গার্ড রেডি আছে।তবে আশার কথা, মৌসম ভবনের মতে এই ঘুর্ণিঝড় ভারতীয় উপকুলে আছড়ে পড়ার সম্ভাবনা কম।