দেশ

প্রয়াত প্রখ্যাত বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্যায়


মাধবী ঘোষ: চিন্তন নিউজ:৪ঠা জুন :- আর‌ও এক নক্ষত্র পতন বলিউডে। প্রয়াত কিংবদন্তি বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্যায়।

দীর্ঘ কর্ম জীবনে দূর্গা ছবির জন্যে জাতীয় পুরস্কার পান পরিচালক বাসু চট্টোপাধ্যায়। এছাড়াও পেয়েছেন ৭টি ফিল্মফেয়ার পুরস্কার এবং আই আই এফ এ (IIFA) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ৯৩ বছর বয়সে, আজ বৃহস্পতিবার ত়ার নিজগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে । রজনীগন্ধা, চিতচোর ,বাতো বাতো মে সহ একাধিক সিনেমা পরিচালনা করেন তিনি। ফিল্ম মেকার এন্ড ইন্ডিয়ান ফিল্ম এন্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত তার মৃত্যু সংবাদ টুইটারে জানিয়েছেন।

১৯৯৩ ও ১৯৯৭ সালে দূরদর্শনে তার বিখ্যাত টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’র জন্য তিনি বাঙালির হৃদয়ে আজো অমলিন। বহু বাংলা ছবিও পরিচালনা করেছেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।