রাজ্য

চলুক ক্যান্টিন, ভরুক পেট।


দেবু রায়: চিন্তন নিউজ:৪ঠা জুন:–গতকাল থেকে যাদবপুর শ্রমজীবি ক্যান্টিনের পরীক্ষামূলক যাত্রা শুরু হলো।। ক্যান্টিনের নাম জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন, যাদবপুর। কেরালার বাম সরকার অনেকদিন আগেই শুরু করেছিল। এবার পশ্চিমবঙ্গের বাম যুব সংগঠন চলেছে সেই পথে। আজকের দুপুরের মেনুঃ সাদা ভাত, মুসুরির ডাল, আলুভাজা, ডিমের ঝোল। নূন্যতম অনুদানঃ ২০ টাকা মাত্র।

এতদিন তো বামপন্থীদের কমিউনিটি কিচেন চলছিল, আর এবার সারাবছরের জন্য শ্রমজীবি মানুষদের ক্যান্টিন শুরু করা হল যাদবপুরে। স্থান ১২ নবনগর, কল্যানী বসু ভবন, যাদবপুর, কলকাতা – ৩২। গতকাল এই ক্যান্টিনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী রবিবার। গরীবদের জন্য সম্পুর্ন বিনামূল্যে।

যারা সারাদিন পরিশ্রম করার পরেও আধপেটা থাকেন, তাদের জন্যই এই উদ্যোগ নিল বামপন্থী ছাত্রযুবরা। মোদ্দা কথা হল, গরীবের পেটে কোনো লক ডাউন হতে দেবেনা লাল পার্টির ছেলে মেয়েগুলো। চলুক ক্যান্টিন, ভরুক পেট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।