মীরা দাস: চিন্তন নিউজ:৪ঠা জুন:- .ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো গুজরাতের দহেজ দাউ দাউ করে জ্বলছে রাসায়নিক কারখানা । বুধবার গুজরাতের ভারুচ জেলার দহেজ শিল্পাঞ্চলে একটি অ্যাগ্রো- কেমিক্যাল ফ্যাক্টরির বয়লার ফেটে বিস্ফোরণ ঘটে ও সঙ্গে সঙ্গে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় ।বিস্ফোরণের জেরে কমপক্ষে ৪০ জন কারখানার কর্মী আহত হয়েছেন, এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা। অগ্নিদগ্ধ শ্রমিক এবং কর্মীদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়, প্রশাসনের তরফে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে প্ল্যান্টে দাঁড়িয়ে থাকা দশটি ট্রাকে আগুন লেগে যায় পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।
কেমিক্যাল প্লান্টটি দেশের অন্যতম বিখ্যাত সংস্থা যশস্বী রসায়ন প্রাইভেট লিমিটেডের এই সংস্থা দেশের শিল্পে ব্যবহৃত হয় এমন প্রায় ১৫ ধরনের রাসায়নিক প্রস্তুত করে। কালেক্টর এম.ডি মোদিরা জানিয়েছেন, রাসায়নিক কারখানার নির্গত ধোঁয়ায় ক্ষতিকর কেমিক্যাল থাকায় তৎসংলগ্ন দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধ কালীন তৎপরতায় কাজ করছে দমকলের ১০ ইঞ্জিন। আহত কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।