দেশ

এক মাসের মধ্যেই অযোধ্যা মামলার নিষ্পত্তি


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৮ সেপ্টেম্বর: অযোধ্যা মামলার ২৬তম শুনানির দিন ছিল আজ বুধবার। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন, এবার অযোধ্যা মামলার নিষ্পত্তি করতে হবে। এই ব্যাপারে তিনি একটি নির্দিষ্ট দিনও স্থির করে দেন। আগামী ১৮ই অক্টোবর অযোধ্যা মামলার নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। পাঁচ সদস্যের বেঞ্চও এই নির্দেশ দেন।

প্রসঙ্গত কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তির দায়িত্ব সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের এক কমিটিকে দিয়েছিলেন। মামলাকারী ও দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনায় কোনো মীমাংসা সূত্র বেড়োয়নি। তার ফলস্বরূপ প্রতিদিন এই মামলার শুনানি চলেছে।

এবার প্রধান বিচারপতি দিন নির্দিষ্ট করে দেওয়ায় সবার মধ্যেই কৌতূহল জমা হয়েছে। বিশিষ্ট মহল ভাবছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নিজে এই মামলার নিষ্পত্তি করে যাবেন বলেই এরকম দিন নির্দিষ্ট করে দেওয়া।

মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী নভেম্বরে রিটায়ার করবেন। তিনি থাকতে থাকতেই এই মামলার নিষ্পত্তি করে যেতে চান – এমনই ভাবনা স্থান পেয়েছে মানুষের মনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।