কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১৬ অক্টোবর: কোন দেশে একটা সেন্সাসের রিপোর্টে শুধু জনসংখ্যা সম্বন্ধে তথ্য থাকে না, তার সাথে দেশের আর্থ- সামাজিক অবস্থা, তার স্থায়িত্ব ইত্যাদি বিষয়গুলিরও আপ-টু-ডেট তথ্য প্রকাশিত হয়। দেশের গ্রস ডোমেস্টিক প্রডাক্টের ও ক্রমান্বয়িক রেকর্ডও সেখানে থাকে। আগামী ২০২১ সালের সেনসাসের রিপোর্টও তা প্রকাশ করবে। তবে বর্তমানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আই এম এফ এর জিডিপি সংক্রান্ত পূর্বাভাস সামনে চলে আসার পর নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “৬ বছর ধরে বিজেপির ঘৃণা মিশ্রিত জাতীয়তাবাদী সংস্কৃতির একটা দারুণ কৃতিত্ব: বাংলাদেশ আজ ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছে।”
আই এম এফের ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুকে’ প্রকাশিত হয়েছে বর্তমান অর্থবর্ষে ভারতের জিডিপি ১০.৬℅ কমে যাবার সম্ভাবনা আছে। ২০২১ সালের ৩১শে মার্চ শেষ হওয়া চলতি অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি হবে ১৮৭৭ ডলার, যেখানে বাংলাদেশে তা হবে ১৮৮৮ ডলার। চলতি বছরে ভারতের জিডিপি ৪.৫℅ সংকুচিত হবে। এই অবস্থা ভারতের অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দেয়। ভারতবাসী তাকিয়ে আছে আগামী ২০২১ সাল থেকে জিডিপির হার বৃদ্ধির আশায়। দেশের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা কখনোই দেশের অর্থনৈতিক ক্রিয়াকর্মকে সুষ্ঠ রূপ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না এবং দেশের ঐক্য ও অর্থনৈতিক চালচিত্র ভেঙ্গে পরে। এর ফল ভোগ করে দেশবাসী।