সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১০ই ফেব্রুয়ারি:– ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন এর ” প্রকল্প ডানটাক” এর অধীনে ভূটানে একটি কোন প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ভেঙে পড়লো নির্মিয়মান সেতু। সেতুটির নির্মাণ কাজ চলছিল।। সেতুটির মাঝবরাবর ভেঙে ওয়াং চু নদীর গভীর অতলে তলিয়ে গেছে বলে খবরে প্রকাশ।। কিছুক্ষণ আগেই এই ঘটনাটি ঘটেছে।। যখন সেতুটি নির্মাণ কাজ চলছিল তখনই এই দুর্ঘটনা ঘটার ফলে বেশ কিছু শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা রয়েছে।।
ভুটানের প্রধানমন্ত্রী ,ডঃ লোটে শেরিং জানিয়েছেন যে অতি দূর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে এবং সেই খবর একেবারে দিনের শেষে তাঁর কাছে পৌঁছেছে ।। দুর্ঘটনা স্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।।
২০১৬ সাল থেকে একটু একটু করে সেতুটি তৈরি করা হচ্ছিল। অতি দুর্গম অঞ্চলে ধীরে ধীরে নির্মাণ কাজ চলছিল। হিমালয় পার্বত্য অঞ্চলে এমন একটি সেতু নির্মাণ রীতিমতো চ্যালেঞ্জ এর কাজ।। যেখানে এই সেতু নির্মাণ করা হচ্ছিল তার নীচেই বয়ে চলছে খরস্রোতা ওয়াং চু নদী।কোন প্রাকৃতিক বিপর্যয় ছাড়াই ভেঙে পড়লো সেতুটির একেবারে মাঝ বরাবর।। বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দারা প্রচন্ড ভয় পেয়ে যান।। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি তবে আশঙ্কা রয়েছে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে।