শ্রীমন্ত মুখার্জি:চিন্তন নিউজ:৫ই মার্ঢ:–আজ লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে আওয়াজ এর পক্ষ থেকে গণকনভেশন।
সভায় সভাপতিত্ব করেন -আব্দুল হামিদ, (M.R.M উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) ।
প্রসঙ্গত ধর্মীয় ও ভাষা গত সংখ্যালঘুদের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মঞ্চ ‘আওয়াজ’ । সিএএ, এন পি আর,এন আর সি বাতিল ও সংবিধান রক্ষার দাবিতে গণকনভেনশন অনুষ্ঠিত হয় লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে । প্রধান বক্তা আওয়াজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অধ্যাপক সেখ সাইদুল হক । সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান ।অখন্ড ভারতের জন্য মানুষ কে এন পি আর প্রত্যাখান করতে হবে । নজরুল, গান্ধী, নেতাজি,ভগত সিং এর ভারতকে রক্ষা করার জন্য আহ্বান জানান ।
উপস্থিত ছিলেন আওয়াজের পশ্চিম্বঙ্গের রাজ্য কমিটির সম্পাদক অধ্যপক সেখ সাইদুল ইসলাম। (প্রাক্তন MP)
এছাড়া উপস্থিত ছিলেন আওয়াজের জেলা কমিটির সম্পাদক কাজী মহঃ সেলিম। এবং অধ্যপক প্রশান্ত চ্যাটার্জি (রামপুর হাট কলেজের অধ্যাপক)।বীরভূমে আওয়াজ