রাজ্য

দিনে দিনে আলুর দাম আকাশ ছোঁয়া।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:–দিনে দিনে বেড়ে চলেছে আলুর দাম। প্রতিদিন ক্যুইনট্যাল প্রতি দাম বাড়ছে ৫০টাকা থেকে ৭০টাকা ।খুচরো বাজারে জ্যোতি আলু কেজি প্রতি ১৬/১৮ টাকা। চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২০/২২টাকা।

চাষীদের বক্তব্য বাজারে আলুর দাম বাড়ছে ক্রমশ:। সামনে কালীপূজো। তখন আলুর দাম আর‌ও বাড়ার আশঙ্কা ।
বিহার, উত্তরপ্রদেশে বন্যা হ‌ওয়ায় চাষের ক্ষতি হয়েছে,এবং পশ্চিমবঙ্গ থেকে প্রচুর আলু রপ্তানি করা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও ওড়িশায়। এরফলে বাংলায় আলুর দাম বাড়িয়ে দিচ্ছে।

পূজোর আগে যেখানে জ্যোতি আলুর দাম ছিল ক্যুইনট্যাল প্রতি ১০০০টাকা, বর্তমানে তা ১৩৫০থেকে ১৪০০টাকা হয়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী, চাষী এমনকি গৃহস্থ সবার নাজেহাল অবস্থা।
বাঙালির ঝোলে,ঝালে, তরকারিতে চারবেলা আলু অপরিহার্য।সেক্ষেত্রে এই হারে দাম বাড়ায় বাঙালির হেঁসেলে টান পড়েছে। পুজোর আগে থেকেই সবজির দাম আকাশ ছোঁয়া।পেঁয়াজ, বেগুন এসব তো নাগালের বাইরে চলে গেছিল।এখন আলুর দাম‌ও আগুন। সরকারের তরফে দাম কমানোর কোন আশা পাওয়া যায় নি। মনে করা হচ্ছে নতুন আলু উঠলে কিছুটা সুরাহা হবে। এখন আলুচাষী থেকে মধ্যবিত্ত সবাই নতুন আলু ওঠার অপেক্ষায়।

  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।