রাজ্য

আদিবাসী অধিকার মঞ্চের বীরভূম জেলা কনভেনশন।


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ , বীরভূম,১৬ ই ফেব্রুয়ারি:লড়াই টা যখন দেশ রক্ষার লড়াই টা যখন দেশের সংবিধান রক্ষার দেশ জুড়েই লড়াইয়ের পথে বামপন্থী ছাত্র সংগঠন ।দেশের বিভাজন তৈরির বিরুদ্ধেই লড়াইয়ে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূম কমিটির যৌথ উদ্যোগে আয়োজন হলো বোলপুরের ধন্যসরা পাঁচশোয়া এলাকায়
বীরভূম জেলা আদিবাসী ছাত্রছাত্রী কনভেনশন।

কনভেনশনের মধ্যে ঐক্য রক্ষা এর বার্তা সেই সঙ্গে সবার জন্য শিক্ষা এবং কর্মসংস্থানের দাবি।
কনভেনশনে উপস্থিত ছিল ২৬৫ জন প্রতিনিধি উপস্থিত ছিল।এছাড়াও উপস্থিত ছিলেন

এস এফ আই কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নবনীতা চক্রবর্তী ও রাজ্যের সহ সভাপতি কমরেড রুদ্রদেব বর্মন
এবং আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেতৃত্ব কমরেড বিনয় হাঁসদা। কনভেনশনে জেলা জুড়ে শিক্ষা ক্ষেত্রে অত্যধিক ফি বৃদ্ধির আন্দোলনের কর্মসূচি এছাড়াও একাধিক কর্মসূচির মাধ্যমে এন আর সি এবং সিএ এর বিরুদ্ধে আন্দোলনে ঐক্য গড়ে তোলা।

এসসি,এসটি হোস্টেল গুলো সংরক্ষণ ও বন্ধ হয়ে যাওয়া হোস্টেল গুলো অবিলম্বে চালু করতে হবে, এই দাবী তোলা হয় এদিনের কনভেনশনে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।