দেশ রাজ্য

আর্থিক সঙ্কটে সম্পত্তি বেচতে চলেছে তাজ হোটেল


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৯ আগষ্ট: টাটা গোষ্ঠী নিয়ন্ত্রিত বিলাসবহুল তাজ হোটেলগুলির সম্পত্তি বেচার কথা ভাবা হয়েছে৷ পাশাপাশি নতুন সম্পত্তি কেনা থেকেও বিরত থাকছে যাতে ঋণ না বাড়ে যেহেতু ক্রেতারা খরচ কমাচ্ছে৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশ করেছে৷

ইন্ডিয়ান হোটেলস কোম্পানির অধীনেই রয়েছে তাজ ব্র্যান্ড৷ এবার সংস্থাটি পরিকল্পনা করেছে, নন মেট্রো এলাকায় ছড়িয়ে থাকা বেশ কিছু বাজেট হোটেল বেচে দেওয়ার অথবা লিজ দেওয়ার৷ সাক্ষাৎকারে সংস্থার কর্তা পুনিত ছাতওয়াল তেমনটাই জানিয়েছেন ওই প্রতিবেদনে৷ তিনি জানিয়েছেন, নিজেদের হোটেল তৈরির বদলে ম্যানেজমেন্ট কনট্রাক্ট করার দিকে এবার তারা নজর দিচ্ছেন৷ তবে একেবারে ‘ফ্ল্যাগশিপ প্রপার্টি’ বেচার অথবা লিজ দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই তিনি জানিয়েছেন৷

মুম্বইয়ের এই সংস্থা তখনই খরচ এবং দায় কমানোর পথে যখন এশিয়ার তৃতীয় অর্থনীতি কিছুটা সংকটে কারণ ইতিমধ্যেই বেহাল দশার জন্য গাড়ি শিল্পের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর দ্বারস্থ হয়েছে৷ জেট এয়ারওয়েজ সংকটের জন্য ইন্ডিয়ান হোটেলস বাধ্য হয়েছে কিছু অদেয় পাওনা মুছে ফেলতে৷

হোটেল অপারেটরদের লক্ষ্য হল,  এই গোষ্ঠীর অধীনে থাকা জিঞ্জার বাজেট ব্যান্ডের ৬টি হোটেল বিক্রি অথবা লিজে পাঠান হচ্ছে৷ ইন্ডিয়ান হোটেলস এখন ১৫১টি হোটেল চালায় যার মধ্যে রয়েছে তাজ মহল প্যালেস যেখানে ২০০৮ সালে জঙ্গি হানা হয়েছিল৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।